আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বালাগঞ্জ ও ওসমানীনগরের মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন- সিলেট জেলা আওয়ামী সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার তাজপুর ডাকবাংলোয় আনুষ্ঠানিকভাবে উপহার হিসেবে ঈদ বস্ত্র ও নগদ অর্থ মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, জাতির জনকের ডাকে সাড়া দিয়ে আপনারা দেশের জন্য জীবন বাজি রেখেছিলেন। তিনি আপনাদের যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করেছিলেন। তবে ৭৫এর খুনিরা তাকে তেমন সুযোগ দেয়নি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদেরসহ দেশের সামগ্রিক কল্যাণে নিবেদিত রয়েছেন। অনেক প্রতিকূলতার পরও একেরপর এক উন্নয়ন সাধিত হচ্ছে। আপনারা নেত্রীর জন্য বেশি করে দুয়া করবেন। তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের দেশের শ্রেষ্টসন্তান হিসেবে যেমন শ্রদ্ধা করি তেমনি তাঁদের পরিবারবর্গের প্রতিও আমার শ্রদ্ধা, সহমর্মিতা এবং সহযোগিতা আজীবন অব্যাহত থাকবে। আমি আপনাদের দেখলে মনে শান্তি পাই। তাই বারবার আপনাদের পাশে আসি। আমার প্রতি আপনাদের ভালবাসার তুলনায় এসব উপহার অতি সামান্য। আপনারা আমার জন্য দুয়া করবেন, আমিও আপনাদের জন্য দুয়া করবো অতীতের মতো যেকোনো প্রয়োজনে পাশে থাকবো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওসমানী নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতাউর রহমান।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু’র পরিচালনায়- অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – সিলেট জেলা আওয়ামী লীগ নেতা আব্দাল মিয়া, গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আফতাব আহমদ, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলক, সিলেট জেলা পরিষদের সদস্য আব্দুল হামিদ,
আওয়ামী লীগ নেতা আলাউর রহমান আলা, জুবায়ের আহমদ শাহীন, চঞ্চল পাল, লুৎফুর রহমান ও ওসমানী নগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল প্রমুখ।