বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের জামালপুর গ্রামের কুয়েত প্রবাসী সমাজসেবী মো. হেলাল উদ্দিন এবারও মেয়ের জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র অসহায় মানুষের মাঝে ঢেউটিন বিতরণ করেছেন। এবার এলাকার ১৫টি হতদরিদ্র পরিবারের মধ্যে ১৫ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ( ২০ এপ্রিল) দুপুরে ওসমানী নগরের তাজপুর বাজারস্থ হাবিবা মঞ্জিলে মেয়ে হাবিবা হেলাল -এর ১৪তম জন্মবার্ষিকীতে প্রবাসী হেলাল উদ্দিন ও সহধর্মিণী রুপিয়া হেলালের পক্ষ থেকে এসব ঢেউটিন বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলক। সভাপতিত্ব করেন প্রবীণ মুরব্বি ও প্রবাসী হেলাল উদ্দিনের পিতা মো. রইছ উল্লাহ।
অনুষ্ঠানের সমন্বয়কারী সুলেমান খানের স্বাগত বক্তব্যে – বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণশাসন জামে মসজিদের ইমাম ক্বারী মাওলানা আতাউর রহমান, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, কোষাধ্যক্ষ শাহ মো. হেলাল, অনুষ্ঠানের অন্যতম সমন্বয়ক আব্দুল বারী, আজমল আলী, জিবু মিয়া প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন তাজপুর বাজার জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকী।
উল্লেখ্য, প্রায় প্রতিবছর কুয়েত প্রবাসী মো. হেলাল উদ্দিন তাঁর একমাত্র মেয়ে হাবিবা হেলালের জন্মদিনে এলাকার হতদরিদ্রদের মধ্যে ঢেউ টিন, সেলাই মেশিন বিতরণ করেন। এছাড়াও মসজিদ, মাদ্রাসাসহ এলাকার অসহায় মানুষদের বিভিন্নভাবে সাধ্যমত সাহায্য সহযোগিতা চালিয়ে যাচ্ছেন।