মাওলানা কামাল হুসাইন (রহ.) ফাউন্ডেশনের অর্থায়নে আঞ্জুমানে তা’লিমুল কুরআন বাংলাদেশ কর্তৃক পরিচালিত কেন্দ্র – রওযাতুল উলুম মহিলা মাদ্রাসা রতনপুর গহরপুর সিলেট -এর রমজান মাস ব্যাপী ক্বেরাত প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এবং দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৭শে রমজান (১৯ এপ্রিল) বাদ জোহর মাদ্রাসা মিলনায়তনে কেন্দ্রের দু’শতাধিক শিক্ষার্থীদের মাঝে এসব পুরস্কার বিতরণ এবং পবিত্র কুরআনের ১শ ২০টি খতমের সমাপনী দুয়া অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- শায়খুল হাদীস মাওলানা আব্দুর রহমান (কলুমার হুজুর)। সভাপতিত্ব করেন মাদ্রাসার মুহতামিম ক্বারি মাওলানা আব্দুল মুকিত (রতনপুরী)।অন্যদের মধ্য বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, এলাকার দ্বীনদরদী মুরব্বীয়ান ও যুবসমাজ। অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক নসিহত ও বিভিন্ন জামাতে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সর্বশেষে প্রধান অতিথির মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।