সোমবার, ৭ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু, ঘটনায় এলাকাবাসীর মধ্যে ধূম্রজাল সৃষ্টি



বালাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গির হোসেন কামালী (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। পুলিশ বুধবার (৪ জুলাই) বিকালে মৃতদেহ উদ্ধার করেছে। এবং ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার (৫জুলাই) দাফন ও সম্পন্ন হয়েছে। নিহত ব্যক্তি রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের তুলাপুর গ্রামের বাসিন্দা।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত জাহাঙ্গির হোসেন কামালী

এ বিষয়ে বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বালাগঞ্জ থানা পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর হোসেন কামালী বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের সিরাজপুর গ্রামের আবুল হোসেন নেহার মিয়ার বাড়িতে গৃহকর্মী হিসেবে যোগদান করেন। কর্মস্থলে যোগদানকালে কামালী নিজেকে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর গ্রামের ‘আতিকুর রহমান’ হিসেবে ছদ্ম নামে পরিচয় দেন। এ পরিচয়ে তিনি গত কয়েকদিন যাবত গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন।

এক পর্যায়ে গত বুধবার (৪ জুলাই) সকালে আবুল হোসেন নেহার মিয়ার গোয়ালঘর থেকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় কথিত ‘আতিকুর রহমান’কে উদ্ধার করা হয়। বাড়ির বাসিন্দা এবং এলাকাবাসী তাৎক্ষণিক ডাক্তার ডেকে আনলে তাঁকে মৃত হিসেবে সনাক্ত করা হয়।

বিষয়টি বালাগঞ্জ থানা পুলিশকে জানানো হলে, থানার অফিসার ইন-চার্জ এসএম জালাল উদ্দিনের নেতৃত্বে পুলিশ ঐ দিন (বুধবার) বিকালে মৃতদেহ উদ্ধার করে। একই সময় চাকুরীতে যোগদানকালে দেয়া বিশ্বনাথে ঠিকানায় যোগাযোগ করা হলে, সেখানকার স্থানীয়রা ‘আতিকুর রহমান’ নামের ওই ব্যক্তিকে তাদের গ্রামের নয় বলে জানান।

পরবর্তীতে বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ এসএম জালাল উদ্দিন সহ বিভিন্ন ব্যক্তিবর্গ মৃত ব্যক্তির প্রকৃত নাম, ঠিকানা জানতে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ‘ছবি’ পোস্ট দেন।

অফিসার ইন-চার্জ এসএম জালাল উদ্দিন’র ফেসবুক পোস্ট

অবশেষে সন্ধান পাওয়া যায় বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তি বিশ্বনাথ নয়! মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের তুলাপুর গ্রামের বাসিন্দা। এবং তাঁর নাম জাহাঙ্গীর হোসেন কামালী। পরিচয় পাওয়ার পর ময়না তদন্ত শেষে কামালীর মৃতদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তও করা হয়। ৫ জুলাই বৃহস্পতিবার মৃতদেহ দাফন করা হয়েছে বলে জানা গেছে।

এ দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনাক্রমে মৃত্যুর শিকার জাহাঙ্গীর হোসেন কামালীর ভাই শাহজাহান কামালী গৃহকর্তা আবুল হোসেন নেহার মিয়াকে অভিযুক্ত করে বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-০১। দায়েরকৃত এ মামলার বিষয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

একই গ্রামের বাসিন্দা দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির খসরু সহ স্থানীয় কয়েকজন ব্যক্তিবর্গ গৃহকর্তা আবুল হোসেন নেহার মিয়ার (৭০) নামে এমন মামলায় হতাশা প্রকাশ করেছেন। বিশেষ করে সঠিক নাম-ঠিকানা গোপন করে চাকুরীতে যোগদান এবং দুর্ঘটনায় মৃত্যুর পরও মামলা দায়েরের বিষয়কে রহস্যজনক হিসেবে অবহিত করেছেন। বালাগঞ্জ থানা ওসি এ বিষয়ে আলাপকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। তদন্ত চলছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!