বালাগঞ্জের পূর্ব গৌরীপুর ইউনিয়নে ২০০ অসহায় মানুষের মধ্যে জি আরের ত্রাণ বিতরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৫ জুলাই) পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত ত্রাণ বিতরণী অনুষ্টানে সভাপতিত্ব করেন পূর্ব গৌরীপুর ইউ/পি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাশ। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের প্যানেল স্পীকার আলহাজ্ব মাহমুদ-উস-সামাদ চৌধুরী এমপি।

জি আরের ত্রাণ বিতরণ করছেন আলহাজ্ব মাহমুদ-উস-সামাদ চৌধুরী এমপি, সাথে বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ এসএম জালাল উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন, সহ-সভাপতি নানু মিয়া প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউ/পি সদস্য ফরমান আলী, নুরুল ইসলাম পুতুল, মাহবুবুর রহমান, শিব্বির আহমদ, খলিলুর রহমান খলকু, মির্জা আবু নাসের এম রাহেল, আবুল কালাম খান, জালাল আহমদ প্রমুখ।