এবারের বিশ্বকাপের আরেক উদ্ভট ব্যাপার এটি। সংযুক্ত আরব আমিরাতের এক উট বলে দিচ্ছে ম্যাচের ভবিষ্যৎ! ‘উদ্ভট’ না বলে এটিকে ‘উটভট’ই বলা যেতে পারে। ‘শাহীন’ নামের সেই উট আজ ব্রাজিল-বেলজিয়াম কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম জিতবে বলে ভবিষ্যদ্বাণী করেছে!
তবে কথাটা শুনে ব্রাজিল সমর্থকদের হতাশ হওয়ার কিছু নেই। শাহীনের সব ভবিষ্যদ্বাণী কিন্তু অক্টোপাস পলের মতো মিলে যায়নি। কখনো হয়েছে উল্টোটাও। শুরুর দিকে তার ফর্ম তো ছিল একেবারেই বাজে। শাহীন যা বলছিল, ঘটছিল তার ঠিক উল্টোটা! সমর্থকেরা চাইতেন, উটটি যেন প্রতিপক্ষের পতাকাই বেছে নেয়।
তবে নকআউট পর্ব থেকে শাহীন বেশ কারিশমা দেখাচ্ছে। দিন যতই এগোচ্ছে, সে যেন হয়ে উঠছে ‘অক্টোপাস পল’। আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচেও ফ্রান্সকে বেছে নিয়েছিল শাহীন। এমনকি স্পেনকে যে রাশিয়া বিদায় করে দেবে, এই আলোচিত ভবিষ্যদ্বাণীও করেছে এই উট!
কীভাবে ভবিষ্যদ্বাণী করে এই উট? সেটির সামনে দুটি দেশের পতাকা রাখা হয়, তখন একটি পতাকার দিকে তাকিয়ে তা বেছে নেয় শাহীন। আর এতেই ঠিক হয় ম্যাচটি কে জিততে যাচ্ছে। ব্রাজিল-বেলজিয়াম ম্যাচে বেলজিয়ামের পতাকাকে বেছে নেওয়ায় চলছে আলোচনা। তবে কি আজই শেষ হয়ে যাচ্ছে নেইমারদের পথচলা?