বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কেইন গোল করলেই গোল্ডেন বুট পাব দিচ্ছে পানীয় – ফ্রি পাইন্ট!



রাশিয়া বিশ্বকাপে ৩ ম্যাচে ৬ গোল করে গোল্ডেন বুট জয়ের দ্বারপ্রান্তে হ্যারি কেইন। এমতাবস্থায় লন্ডনের মেনর পার্কের ‘গোল্ডেন ফ্লিস’ পাব নিজেদের নাম বদলে নতুন নাম করণ করেছে ‘গোল্ডেন বুট’। কেইনের সম্মানে এমন নাম দিয়েছে পাবটি।

গোল্ডেন বুট পাব

তবে এতেই থেমে নেই পাবটি। কোয়ার্টার ফাইনালে আজ সুইডেন-ইংল্যান্ড ম্যাচে অধিনায়ক হ্যারি কেইন যতবার গোল করবেন, ততবার সমর্থকদের জন্য পানীয় ফ্রি ‘পাইন্ট’ দেওয়ার কথা ঘোষণা করেছে গোল্ডেন বুট পাব।

অবশ্য, কলম্বিয়ার বিপক্ষে ম্যাচেও এমন অফার দিয়েছিল পাবটি। সেই অফার শেষ আটের জন্যও রেখেছে তারা।

গোল্ডেন বুট ম্যানেজার ক্লাউডিয়া বারবু বিশ্বকাপকে নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন,  ‘‘এটা খুবই আনন্দের যে জাতি একসাথে একত্রিত হচ্ছে সুন্দর একটি খেলাকে কেন্দ্র করে।

ইংল্যান্ড স্টার হ্যারি কেইন

তাছাড়া হ্যারিকেনের জন্ম আমাদের থেকে বেশি দূরে নয়। তাই আমাদের পুরো সমর্থন দেয়ার চেষ্টা করছি ইংল্যান্ড দল ও হ্যারি কেনকে তাঁর সম্মানে পাবের নতুন নামকরণ করে। এবং তাঁর ফ্যানদের জন্য নতুন পরিবেশ তৈরি করে বাড়তি কিছু দেয়ার চেষ্টা করেছি ’’

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!