রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

১৬ বছর পর বালাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন আজ



দীর্ঘ ১৬ বছর পর বালাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ ২৬ অক্টোবর। ২০০৩ সালে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে এ সম্মেলন হয়। তারপর আর কোন সম্মেলন হয়নি। এবার আগামী ৩১ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলীয় বিশ্বস্ত সুত্রে জানা যায়, বালাগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৯ আজ ২৬ শে অক্টোবর (শনিবার) বিকাল ৪ ঘটিকায় এম এ খান অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি। প্রধানবক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খাঁন। উদ্বোধক বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোস্তাকুর রহমান মফুর। বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এমাদ উদ্দিন মানিক ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনহার মিয়া। সভাপতিত্ব করবেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার উদ্দিন আহমদ। সঞ্চালনায় থাকবেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাফিজ রেনু।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!