আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বালাগঞ্জে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। সোমবার (১৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে সিলেটের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মেজবাহ উদ্দিন প্রার্থীদের মধ্যে প্রতীক প্রদান করেন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য ২জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়।
চেয়ারম্যান পদে – বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর (কাপ পিরিচ), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া চেয়ারম্যান (আনারস) ও বর্তমান ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস্ (ঘোড়া প্রতীক) পেয়েছেন।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে – বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি (ফুটবল) ও অর্পনা রানী দেব (কলস) প্রতীক পেয়েছেন।
উল্লেখ্য, আগামী ২৯ মে বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।