আগামী ৩০ এপ্রিল শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। আর এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা পৌনে ২১ লাখ। গতবারের তুলনায় এ বছর মোট পরীক্ষার্থী বেড়েছে ৫০হাজার ২শ ৯৫।
মঙ্গলবার (২৫ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাবিষয়ক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
ব্রিফিংয়ে জানানো হয়, এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১১টি শিক্ষা বোর্ডে এ বছর মোট পরীক্ষার্থী ২০ লাখ ৭২ হাজার ১শ ৬৩ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষার্থী ১৬ লাখ ৪৯ হাজার ২শ ৭৫ জন। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলে পরীক্ষার্থী ২ লাখ ৯৫ হাজার ১শ ২১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী ১ লাখ ২৭ হাজার ৭শ ৬৭ জন।
সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, গত বছর ২০ লাখ ২১ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। আর এবার গেলবারের চেয়ে ৫০ হাজারের বেশি পরীক্ষার্থী বেড়েছে।
এরমধ্যে (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) পরীক্ষার্থীর তথ্য তুলে ধরে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, এ বছর বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ৫ লাখ ৪৪ হাজার ৫শ ৭৪ জন। যা গত বছর ছিল ৫ লাখ ৭ হাজার ২শ ৫৪ জন। এবার বিজ্ঞান বিভাগে ৩৭ হাজার ৩শ ২০ জন পরীক্ষার্থী বেড়েছে। সংবাদ ব্রিফিংকালে অন্যাদের মধ্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।