বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজ গভর্ণিং বডির সভাপতি আ.ফ.ম শামীমের মাতা সাহারা বেগম (৮২) আর নেই। তিনি বার্ধক্যজনিত রোগে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন থাকাকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দেওয়ান বাজার ইউনিয়নের এক সময়ের স্বনামখ্যাত সাবেক চেয়ারম্যান, আনোয়ারপুর গ্রামের প্রয়াত আলহাজ্ব আব্দুল কাইয়ুম তফুর মিয়ার স্ত্রী সাহারা বেগম মৃত্যুকালে ৫ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ.ফ.ম শামীম তার ৪র্থ ছেলে।
এদিকে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বাদ মাগরিব মরহুমার জানাজা শেষে আনোয়ারপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় জনপ্রতিনিধি, রাজনীতিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।