শ্রীশ্রী মহালক্ষী গ্রীবাপীঠ উন্নয়ন ও পরিচালনা পর্ষদ কালাগুল সদর সিলেট এর বার্ষিক সাধারণ সভা ০২ আগষ্ট ২০১৯ শুক্রবার মন্দির প্রাঙ্গনে অনুষ্টিত হয়।
শ্যামল ছত্রীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় ২০১৮-১৯ বার্ষিক আয় ব্যায় প্রতিবেদন পাঠ ও মন্দিরের উন্নয়ন চিত্র তুলে ধরেন কমিটির সাধারণ সম্পাদক বীরেশ দেব নাথ দেবু।প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন চন্দ্র ঘোষ ।বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা শাখার সভাপতি নিলেন্দু ভূষন দে অনুপ,ইউনিয়ন শাখার সভাপতি ধীরেন্দ্র ধর দ্বিপলাল।
উপস্হিত ছিলেন শ্রীবাস মহালী,নান্টু সিংহ,দোলন কর্মকার,অমরেন্দ্র দেব,বাবুল দেব, অজয় দাস , মিশুক দেব নাথ, অশোক দেব নাথ,এড্ প্রতাপ দাস, সুবল নাথ, গৌরাঙ্গ দেব নাথ এবং কালাগুল সহ বিভিন্ন বাগান পঞ্চায়েত,প্রতিনিধি বৃন্দ।পাত্র সম্প্রদায় সহ বিভিন্ন এলাকা থেকে আগত সনাতন ধর্মাবলম্বী ভক্ত বৃন্দের উপহিতিতে সভায় রঞ্জু নায়েক সভাপতি এবং বীরেশ দেবনাথকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।