বালাগঞ্জের আদিত্যপুরে হাডুডু প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বাঙালির লোকজীবনের সঙ্গে ঘনিষ্ঠ এবং প্রাচীন ঐতিহ্যবাহী এই খেলাটিকে কেন্দ্র করে এর প্রতিযোগিতায় আদিত্যপুরের মাঠে প্রচুর দর্শক সমাগম হয়েছিল।
হাডুডু প্রতিযোগিতার উদ্যোগতা বাবুল মিয়ার সভাপতিত্বে ও জুয়েল আহমদ নূর এর পরিচালনায় শুক্রবার (২ আগষ্ট) বিকালে আদিত্যপুর সরকারি বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো: আব্দুল মুনিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন – সাবেক মেম্বার নূরুল আনোয়ার, সাবেক কৃতি ফুটবলার নুরুজ্জামান, সাবেক মেম্বার শফিক মিয়া, সাবেক মেম্বার ইয়াওর মিয়া, তরুণ সমাজ সেবক লুলু মিয়া।
বালাগঞ্জ উপজেলা কাবাডি খেলোয়াড় কল্যাণ সংস্থার নেতৃবৃন্দের মধ্যে আরব আলী, ইফতেখার রাকিব, সালেহ আহমদ, আব্দুর রাজ্জাক, মির্জা আব্দুল বাছিত, ছায়াদ মিয়া, আপ্তাব আলী, সিরাজ মিয়া, রশিদ মিয়া, আব্দুস শহিদ, আব্দুস শুকুর, হেলাল আহমদ কৃষন মনি, কাহের মিয়া, জাহেদ মিয়া, সেলিম আহমদ, মুহিব মিয়া, বাবুল মিয়া পাশা, রনজিত সরকার, মাখন সরকার প্রমুখ।
রেফারি হিসাবে ছিলেন এম মুজিবুর রহমান, সহকারী রেফারি হিসেবে ছিলেন রিয়াজ মেম্বার। খেলায় ২১-১৮ পয়েন্টে ছয় ভাই স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আট ভাই স্পোর্টিং ক্লাব বটচড় আদিত্যপুর।