এ উপলক্ষে ৮ সেপ্টেম্বর (শনিবার) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হকের নেতৃত্বে অনুষ্ঠিত র্যালিতে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, বালাগঞ্জ থানার এসআই কামরুল ইসলাম, শিক্ষক গোবিন্দ্র চন্দ, বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহাব উদ্দিন শাহীন প্রমূখ।