বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জের দেওয়ানবাজারে হাবিবুর রহমান হাবিবের মতবিনিময় ও উঠান বৈঠক



সিলেট-৩ আসনের উপনির্বাচনে ক্ষমতাশীল দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এবং সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব আসন্ন নির্বাচনে দলের মনোনয়ন পাওয়ার আশাব্যক্ত করেন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনান নেতৃত্বে বাংলাদেশের দৃশ্যমান সাফল্য বিশ্বে স্বীকৃত ও প্রশংসিত হয়েছে। নাানামূখি ষড়যন্ত্র ও বাঁধা উপেক্ষা করে প্রতিটিক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে। ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীও এলাকার উন্নয়নে সাধ্যমত কাজ করেছেন। অস্বীকার করার সুযোগ নেই তুলনামূলকভাবে বালাগঞ্জ পিছিয়ে রয়েছে। শিক্ষা-স্বাস্থ্য, যোগাযোগসহ সামগ্রিক ক্ষেত্রে অসমাপ্ত এসব কাজগুলো সমাপ্ত করে স্বপ্নের বালাগঞ্জ হিসেবে গড়া তোলার বিষয়ে আমি আত্মবিশ্বাসী। সে জন্য আপনাদের দু’আ ও সহযোগীতা চাই।তিনি রোববার (২৫ এপ্রিল) রাতে বালাগঞ্জের দেওয়ানবাজার ইউনিয়নের বিভিন্নস্থানে মতবিনিময় শেষে ৯নং ওয়ার্ডের মেম্বার খন্দকার আব্দুর রকিব এর বাড়ীতে আয়োজিত উঠান বৈঠক উপরোক্ত কথাগুলো বলেন।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ইলিয়াস মিয়ার সভাপতিত্বে উঠান বৈঠকে বিশেষ হিসেবে বক্তৃতা করেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া।

উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. শিরমান উদ্দিনের পরিচানায় বৈঠকে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন – বালাগঞ্জ উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মো. তেরা মিয়া, আওয়ামী লীগের খলকু মিয়া, সামসুদ্দিন সামু, মো. চুনু মিয়া, ডা. মহিবুল হক শাহিন, লাল মিয়া, দেওয়ান বাজার ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সাহেদ আলী গেদা, খন্দকার আব্দুর রকিব মেম্বার, সাধারণ সম্পাদক সুহেল আহমদ, শ্রমিক লীগ নেতা ইসমাইল আলী, যুবলীগ নেতা জুয়েল আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা সালেহ আহমদ, সামছুল হক লেচু, এমরান আহমদ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাছুম আহমদ, ছাত্রলীগ নেতা রাজু আহমদ, জুনেল আহমদ প্রমুখ।এর আগে হাবিবুর রহমান হাবিব জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর মাদ্রাসা মসজিদে তারাবি নামাজ আদায় করে মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন এবং প্রখ্যাত বুযুর্গ আল্লামা হাফিজ নুরুদ্দিন (রহ.) মাজার ও দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিহত শাহাব উদ্দিনের কবর জিয়ারত করেন।

এদিকে মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. কাজল লস্কর, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান পংকি, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক এমএ মালেকসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!