বালাগঞ্জ উপজেলায় শ্রীমদ্ভাগবত পাঠ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভাগবদ গীতা পাঠ ২০১৯ এর উপলক্ষ্যে বালাগঞ্জ উপজেলা পর্যায়ে প্রতিযোগীতা ২ আগষ্ট শুক্রবার দুপুর ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শ্রী শ্রীমদন মোহন আশ্রম নাট মন্দিরে অনুষ্টিত হয় । উপজেলা পর্যায়ে ক গ্রুপ ৩য় শ্রেনি থেকে ৫ ম শ্রেনি। খ গ্রুপে ৬ষ্ট থেকে ৮ম শ্রেনি ও গ গ্রুপ ৯ম শ্রেনি থেকে দ্বাদশ শ্রেনি পর্যন্ত ছিল।
উপজেলা শাখার সভাপতি রজত চন্দ্র দাস ভুলনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নয়ন তালুকদারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বনিক। শুরুতে পবিত্রগীতা পাঠ করেন সিলেট জেলা কীর্ত্তন কমিটির সেক্রেটারি কীর্তনীয়া রতিশ চন্দ্র দাস । বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দুবৌদ্ব খ্রীষ্টান ঐক্য পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক শান্তিব্রত চৌধুরী, সিলেট জেলা পূজা পরিষদের সদস্য ও পূর্বগৌরিপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, প্রতিযোগীতায় বিচারকের দায়িত্বে ছিলেন বালাগঞ্জ ডিএন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোবিন্দ চক্রবর্ত্তী, অবসরপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক অনন্ত কুমার দাস, সিলেট জেলা কীর্ত্তন কমিটির সেক্রেটারি রতিশ চন্দ্র দাস, শিক্ষক ধরনী ধারন দাস গীতা পাঠক সাগর কৃষ্ণ দাস, বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপনের উপদেষ্টা প্রদ্যুন্ম কুমার দত্ত ভানু, বীরেন্দ্র কুমার দাস ছবি, প্রভাত চন্দ্র রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক গোবিন্দ দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি প্রদীপ দাস, যুগ্ম সাধারন সম্পাদক পুলক দাস দুরন্ত, সাংগঠনিক সম্পাদক স্বপন কান্তি দাস সপু, সাংস্কৃতিক সম্পাদক সঞ্জয় কুমার দাস, পুর্বগৌরিপুর ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি চরিত্র সুত্রধর, পূর্বপৈলনপুর ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি কৃপেষ দাস, সাধারন সম্পাদক সুজিত চন্দ্র দাস, দেওয়ান বাজার ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি রঞ্জু চক্রবর্ত্তী, বালাগঞ্জ ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিজয় ভুষন দাস বকুল,সাধারন সম্পাদক মিন্টু দেবনাথ, পশ্চিমগৌরিপুর ইউনিয়ন পূজা পরিষদের সাধারন সম্পাদক ডাঃ নান্টু দাস, বোযালজুর ইউনিয়ন পূজা পরিষদের সাধারন সম্পাদক সজল ধর,উপজেলা পূজা পরিষদের কোষাধ্যক্ষ অর্জুন দেবনাথ, পূজা পরিষদের সদস্য শিক্ষক সুভাষ ধর, রমা কান্ত রায়, মন্টু সুত্রধর, শ্যামাপদ দাস শামা, টিটো দাম, বালাগঞ্জ উপজেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অমল দাস আপন, সৌরভ পাল, কনক চন্দ, মিন্টু দাস, প্রলয দাস সৈকত,সহ প্রতিটি ইউনিয়ন কমিটির সভাপতি সম্পাদক, পুজা পরিষদ ঐক্য পরিষদ নেতৃবৃন্দ। বালাগঞ্জ মদন মোহন আশ্রমের সেবায়িত দ্বিজ হরি দাস বৈঞ্চবের সৌজন্যে প্রসাদ বিতরন করা হয়। ক গ্রুুপে প্রথম হয় প্রত্যাশা রায় লোপা, দ্বিতীয় দেবব্রত চক্রবর্ত্তী, তৃতীয় হৃধিক দাস অর্ঘ্য। খ গ্রুুপে প্রথম হেপী দাস, দ্বিতীয় স্বস্তি চন্দ সন্ধি, তৃতীয় লিপি দাস। গ গ্রুুপে প্রথম সন্তোষ দাস, দ্বিতীয় বিকাশ সরকার ও তৃতীয় প্রদ্যুৎ দাস।