বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, সিলেট জেলা যুবলীগ নেতা সামস্ উদ্দিন সামস্ সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০১৯ লাভ করেছেন। ঢাকার মালিবাগস্থ সাউথ এশিয়া সোশ্যাল কালচারাল ফোরাম এ অ্যাওয়ার্ড প্রদান করেছে।
গত শুক্রবার (০২ আগস্ট) বিকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, সংসদ সদস্য শামসুল হক টুকু।
অনুষ্ঠানে গোল্ডেন অ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি সামস্ উদ্দিন সামস্ কে সাউথ এশিয়া সোশ্যাল কালচারাল ফোরাম এর চেয়ারম্যান শাহ আলম চুন্নু এবং মহাসচিব এম. এইচ. আরমান চৌধুরী স্বাক্ষরিত একটি সনদ প্রদান করা হয়।