সোমবার, ৭ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপ: সেমিতে ইংল্যান্ড



টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এ জয়ে সেমিতে পা রাখলো ইংলিশরা। সিডনি গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ওপেনিং জুটিতে ৩৯ রান যোগ করে লঙ্কানরা। ওপেনার কুশল মেন্ডিস ১৮ রান করে সাজঘরে ফিরলেও অন্য ওপেনার পাথুন নিশাঙ্কা ৪৫ বলে পাঁচটি ছক্কা ও দুই চারে খেলেন ৬৭ রানের দারুণ ইনিংস।

জবাব দিতে নেমে দুর্দান্ত শুরু করে ইংল্যান্ড। জস বাটলার ও অ্যালেক্স হেলস ৭৫ রানের জুটি গড়েন। বাটলার ২৩ বলে ২৮ রান করে ফিরে গেলেও হেলসের ব্যাট থেকে আসে ৩০ বলে ৪৭ রান। বেন স্টোকস ৩০ বলে ৪২ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে ফেরেন।

ইংলিশ বোলার মার্ক উড তিন ওভারে ২৬ রান দিয়ে নেন তিন উইকেট। এছাড়া স্টোকস, মার্ক উড, স্যাম কারেন ও আদিল রশিদ একটি করে উইকেট নেন। শ্রীলঙ্কার হয়ে লাহিরু কুমারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ধনঞ্জয়া ডি সিলভা দুটি করে উইকেট নিয়েছেন। ছোট এই জয়ে গ্রুপ রানার্স আপ হয়ে শেষ চারে খেলবে ইংল্যান্ড। রান রেট বেশি হওয়ায় নিউজিল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!