বিশ্বনাথ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত পালের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন পরিষদের নেতৃবৃন্দ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক রজত ভট্রাচার্য্য, সিলেট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নিরঞ্জন কুমার দে, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাধারণ সম্পাদক নয়ন তালুকদার পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, অজিত পাল শনিবার (৭ ডিসেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে বেলা ১:৫৫ ঘটিকার সময় পরলোকে গমন করেন। দিব্যান্ লোকান্ স্বগচ্ছতুঃ।