বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বি.এম.এ)-এর মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানো হয়েছে, দেশের স্বাস্থ্যখাতে অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। তিনি মঙ্গলবার (২২ মার্চ) বিকালে ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগীয় সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোজাহারুল ইসলাম।
ডা. নুসরাত জাহান মৌটুসী ও ডা. আইরিন আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সিলেটের সিভিল সার্জন ডা. এসএম শাহরিয়ার, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা, সিলেট জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. শাকির আহমদ শাহিন, ওসমানীনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুুসলিমা চৌধুরী, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ-সভাপতি আবদাল মিয়া, আওয়ামী লীগ নেতা সৈয়ীদ আহমদ বহলুল, উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুল, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা গৌছ আহমদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিতোষ মজুমদার, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ শাহজাহান আহমদ। গীতা পাঠ করেন সুনির্মল চক্রবর্তী। স্বাগত বক্তৃতা করেন মেডিকেল অফিসার ডা. সাবিকুন নাহার ও ডা. সাদিক আব্দুল্লাহ চৌধুরী।