রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

অধ্যক্ষ আব্দুল মুনিমের ইন্তেকাল: দাফন সম্পন্ন



চলে গেলেন বালাগঞ্জের ঐতিহ্যবাহী দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের অবসরপ্রাপ্ত (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ, পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর গ্রামের আব্দুল মুনিম (হীরা স্যার)। শুক্রবার (২৫ মার্চ) তিনি সকাল সোয়া ৯টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

তাঁর মৃত্যু খবর শুনার সাথে সাথে গভীর ভালোবাসা আর শ্রদ্ধা নিয়ে এক নজর দেখতে হাজির হয়েছিলেন আত্মীয়-স্বজন, দীর্ঘদিনের সহকর্মী শিক্ষক-শিক্ষার্থী এবং শুভাকাঙ্খীরা। বিকেল সোয়া ৪টার দিকে স্থানীয় সপ্তমমৌজা তালতলা আজিজপুর শাহী ঈদগাহ মাঠে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয়।

জানাজার আগে সিলেট জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জুয়েল আহমদের পরিচালনায় সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করে বক্তৃতা করেন- বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া চেয়ারম্যান, প্রয়াত শিক্ষক আব্দুল মুনিমের বড় ভাই বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মালেক রুনু, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের বর্তমান প্রধান শিক্ষক খলিলুর রহমান, সিলেট জেলা পরিষদের সদস্য লোকন মিয়া, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ মতিন।

বিকেল সাড়ে ৫টায় স্থানীয় সপ্তমৌজা শাহী ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
এলাকার সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে জানাজায় ইমামতি করেন মাওলানা আজিজুর রহমান।

উল্লেখ্য, আব্দুল মুনিম (হীরা স্যার) সম্প্রতি নানা জটিল রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে, ভাই-বোন, ভাতিজা-ভাতিজি, আত্মীয় স্বজন, সহকর্মী, দেশ-বিদেশে অসস্থানরত ছাত্র-ছাত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

অধ্যক্ষ আব্দুল মুনিম ১৯৮৬ সনে দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। পরে প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক, কলেজ শাখা খোলার পর দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে ২০১৮ সালে অবসর গ্রহণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!