শনিবার, ২৭ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

গহরপুর দেওয়ানবাজার ট্রাস্টের কোষাধ্যক্ষ সোহেল আহমদের মায়ের দাফন সম্পন্ন



যুক্তরাজ্যস্থ সামাজিক সংগঠন ‘গহরপুর দেওয়ান বাজার ট্রাস্টে’র কোষাধ্যক্ষ, বালাগঞ্জ উপজেলার স্থানীয় সিরাজপুর নিবাসী সোহেল আহমদের মায়ের দাফন সম্পন্ন হয়েছে। ১৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) বাদ আছর গহরপুর মাদ্রাসা মাঠে মরহুমার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

জানাজায় গহরপুর মাদ্রাসার ছাত্র- শিক্ষক বৃন্দ ছাড়াও দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খলিলুর রহমান, সিলেট ৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রাথী হাফিজ মাওলানা আতিকুর রহমান, লালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, নলজুড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসিদ আলী, সমাজসেবী মো. দিলু মিয়া, ময়নুল ইসলাম সালেহ, গহরপুর রাইটার্স ক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, সাধারণ সম্পাদক এসএম হেলাল, সাংবাদিক এমএ কাদির, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক জাকারিয়া টিপুসহ এলাকার সর্বস্তরের মানুষ শরিক হন।

তাছাড়া ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাজ্যস্থ ‘গহরপুর দেওয়ান বাজার ট্রাস্টে’র পক্ষ থেকে এবং স্বস্ব অবস্থান থেকে শোক প্রকাশ করেছেন দেশ-বিদেশের অনেক ব্যক্তিবর্গ। শোক বার্তায় তাঁরা মরহুমার আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, যুক্তরাজ্যস্থ ‘গহরপুর দেওয়ান বাজার ট্রাস্টে’র কোষাধ্যক্ষ সোহেল আহমদের মাতা মায়ারুন্নেছা (৬০) গত ১০ ডিসেম্বর (সোমবার ) দিবাগত রাত
সাড়ে ১০ঘটিকায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে এবং ১মেয়ে, নাতি-নাতনীসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, মায়ের মৃত্যুর খবর শুনে যুক্তরাজ্য থেকে কমিউনিটি নেতা সোহেল আহমদ দেশে ছুঁটে আসেন। তাঁর উপস্থিতিতে বৃহস্পতিবার দাফন সম্পন্ন হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!