বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ফাইনালে চমক থাকছে বাংলাদেশের ওপেনিংয়ে!



এশিয়া কাপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এবারের আসরে শ্রীলংকার বিপক্ষে ইনজুরি হওয়ার পর থেকে দলে নেই টাইগার ওপেনার তামিম ইকবাল। এতে বাংলাদেশের ওপেনিং জুটি ব্যর্থ হচ্ছে। তাই ভারতের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে নতুন চমক আনার ইঙ্গিত দিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

শিরোপা নির্ধারণী ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সেই চমকের আভাস দিয়েছেন মাশরাফি। ঠিক কি ধরণের চমক আনতে যাচ্ছেন তিনি তা না জানালেও এর জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে গণমাধ্যমকর্মীদের।

আগে থেকেই সৃষ্ট বাংলাদেশের ওপেনিং জুটি সমস্যা এবারের এশিয়া কাপে এসে বেড়ে গিয়েছে আরও। বাঁহাতের চোটে তামিম ইকবালের আসর থেকে ছিটকে যাওয়ার পর একাধিক ক্রিকেটারকে ব্যবহার করলেও এতে সফলতার মুখ দেখেনি বাংলাদেশ। ওপেনারদের নিয়মিত ব্যর্থতায় প্রায় প্রতিটি ম্যাচেই ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়তে হয়েছে টাইগারদের। যা নিয়মিতভাবে বাড়িয়েছে মিডল অর্ডারের পাশাপাশি দলের চাপ।

ওপেনিং ব্যর্থতা কাটাতে নতুন পরিকল্পনা আটছে বাংলাদেশ ক্রিকেট দলের টিম ম্যানেজমেন্ট বিষয়টির ইঙ্গিত দিয়ে বৃহস্পতিবার ম্যাচ পূর্ববতী সংবাদ সম্মেলনে তিনি জানান, দেখেন টুর্নামেন্টে তো আমরা নিজেরাই অনেক চমক পেয়েছি, আপনাদেরও যা চমকে দিয়েছে। বিভিন্ন সময়ে, বিভিন্ন খেলোয়াড়। যাহোক, পরিস্থিতির কারণে এমন হয়েছে। সাকিব না থাকাটা তো অবশ্যই একটা সমস্যা। কালকেও এমন কাউকে দেখতে পারেন যে কখনো ওপেন করেইনি। এমনও হতে পারে। সবকিছুর জন্য আমরা প্রস্তুত আছি, আপনাদেরও প্রস্তুত থাকতে হবে।’

অধিনায়কের কথা অনুযায়ী আনকোরা কিংবা বিকল্প কাউকে দিয়ে ভারতের বিপক্ষে ফাইনালে বাংলাদেশের ইনিংস ওপেন করানো হবে বলে যে ইঙ্গিত পাওয়া গেছে সে পথে টিম ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত হাঁটছে দুবাইয়ে আজ চমক হিসেবে লোয়ার-অর্ডারের কোনো ব্যাটসম্যানকে ইনিংসের গোড়াপত্তন করার ভূমিকায় দেখা যেতে পারে।

এশিয়ার শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে দুবাইয়ে বাংলাদেশ সময়ানুযায়ী ৫.৩০ মিনিটে নিজেদের তৃতীয় এশিয়া কাপ ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি দেখা যাবে বাংলাদেশ টেলিভিশনের পাশাপাশি বেসরকারি দুই টেলিভিশন চ্যানেল গাজী টিভি ও মাছরাঙ্গা টিভিতে।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!