শনিবার, ২৭ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

মাশরাফিদের সর্বোচ্চ চেষ্টা করতে বলেছেন প্রধানমন্ত্রী



আর কয়েক ঘণ্টা পর এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এটি টাইগারদের তৃতীয় ফাইনাল, যা কিনা টানা দ্বিতীয়বার। এর আগের আসরের ফাইনালেও ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যদিও একপেশে ঐ ম্যাচটি সহজেই জিতে নিয়েছিল ভারত। তবে বাংলাদেশের ফাইনালের আক্ষেপ ঘোচাতে এই ম্যাচে সর্বোচ্চ চেষ্টাই করবে মাশরাফি বাহিনী।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাশরাফিই জানান প্রধানমন্ত্রীর সাথে ফোনকলের মাধ্যমে কথা হওয়ার প্রসঙ্গে। তিনি জানান, ফাইনালে ফলাফল যা-ই হোক, ছেলেদের সর্বোচ্চ চেষ্টা করতে বলেছেন প্রধানমন্ত্রী।

মাশরাফি বলেন, ‘প্রধানমন্ত্রী ফোন দিয়েছিলেন। ড্রেসিংরুমেই কথা হয়েছে। উনি খুব খুশি হয়েছেন। বলেছেন চেষ্টা করতে ফাইনালে। যদি হয় হবে, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতে বলেছেন।’

এদিকে মাশরাফি ফাইনালে খেলবেন হাতের চোট নিয়েই। রুবেল হোসেনের বলে শোয়েব মালিকের ব্যাট ছুঁয়ে আসা অসাধারণ ক্যাচ তালুবন্দী করে প্রশংসার পাশাপাশি এই চোট কুড়িয়েছিলেন মাশরাফি। এতে এখনও হাতে রয়েছে ব্যথা, ফুলে গেছে আঙুল। তবে অল্প এই ব্যথা নিয়েই ফাইনালের মহারনে মাঠে নামবেন তিনি।

মাশরাফি বলেন, ‘ক্যাচটি বাঁহাতে জমে যাওয়ার আগে ডান হাতের আঙুলে লাগে। এ কারণেই ব্যথাটা পেয়েছি। ফিজিও আঙুল দেখে বলেছেন, ছোটখাট চিড় থাকতে পারে। স্ক্যান করালে হয়ত বোঝা যাবে। এই মুহূর্তে আমি এটা নিয়ে ভাবছি না। ফাইনাল খেলতে হবে। আপাতত মাথায় এটাই আছে।’

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!