সোমবার, ৭ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন



বালাগঞ্জে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বালাগঞ্জ এম এ খান অডিটোরিয়াম প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন হয়। তিন দিনব্যাপী এ ফলদ বৃক্ষমেলা উপলক্ষে এক শোভাযাত্রা ও অনুষ্ঠত হয়। শোভাযাত্রায় বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর, ইউএনও মোঃ নাজমুস সাকিব, বালাগঞ্জ থানার অফিসার ইন চার্জ গাজী আতাউর রহমান, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মোঃ জুনেদ মিয়া, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলনসহ সুধীজন ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব। বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নয়ন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ মোস্তাকুর রহমান মফুর।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা (অ.দা.) রমজান আলী। বক্তব্য রাখেন – উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন, বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম, বালাগঞ্জ ডিএনএ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কাশেম হিমেল, কৃষক প্রতিনিধি মোঃ কালাম মিয়া প্রমুখ।

 

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!