বালাগঞ্জ বাজার বণিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর।
অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব। শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস্ উদ্দিন সামস্, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সহ-সভাপতি হুসাইন আহমদ, বালাগঞ্জ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, ব্যবসায়ী হেলাল মিয়া, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপ তথ্য ও গবেষণা সম্পাদক সিরাজুল ইসলাম রাজু, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল আহমদ, সহ-সাধারণ সম্পাদক বেলাল আহমদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মো. জুনেদ মিয়া, সহ-সভাপতি আজাদ মিয়া, রকিব আলী, সাধারণ সম্পাদক কাওছার আহমদ কওছর, সহ সাধারণ সম্পাদক মো. দুলু মিয়া, অর্থ ও পরিকল্পনা সম্পাদক মআ মুহিত, দফতর ও প্রকাশনা সম্পাদক মনির হোসেন, সদস্য মো. রশিদ আলী, কয়ছর আহমদ, এনামুল হক রাবিদ, মো. ফয়সল আহমদ, মো. আনোয়ার আলী, মো. বদরুল ইসলাম মাহি, জয়নাল আবেদিন, বিপুল চন্দ্র রায় শপথ গ্রহণ করেন।
এদিকে, নবনির্বাচিত বালাগঞ্জ বাজার বণিক সমিতির নেতৃবৃন্দকে উপজেলা রিক্সা সমিতির উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত রোববার (০১ সেপ্টেম্বর) রাত ৯টায় বালাগঞ্জ উপজেলা সদরস্থ এমএ খান অডিটোরিয়াম প্রাঙ্গণে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর। সভাপতিত্ব করেন উপজেলা রিক্সা সমিতির সভাপতি লিটন আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান।