বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

রাজা হওয়ার জন্য এমপি হইনি, আমি এসেছি আপনাদের সেবার জন্য: বালাগঞ্জে এমপি হাবিব



সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, আমি রাজা হওয়ার জন্য এমপি হইনি, আমি এসেছি আপনাদের সেবা করার জন্য। সম্প্রতি অনুষ্ঠিত সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে বিশাল ব্যবধানে এমপি নির্বাচিত করেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে নমিনেশন দিয়ে একটি কথাই বলেছিলেন, মানুষের কল্যাণে কাজ করো। আমি আপনাদের হৃদয় জয় করে কাজ করতে চাই। আমি যখন ওমরা হজ্বে যাই, তখন সর্বপ্রথম আপনাদের মঙ্গলের জন্যই দোয়া করেছি।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বালাগঞ্জের পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তার বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নামে নামকরণকৃত “শেখ হাসিনা সেতু” ডিসেম্বর মাসেই ভিত্তিপ্রস্তর স্থাপন করা যাবে। কুশিয়ারা নদীতেও সেতু নির্মাণের ব্যাপারে আমি আশাবাদী।

পূর্বপৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন – বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. মোস্তাকুর রহমান মফুর, দক্ষিন সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল আলম, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সামস্ উদ্দিন সামস্, বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হাসান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন, জুনেদ মিয়া, সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, পূর্বপৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুহিবুর রহমান ইয়াওর, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের কর্মকর্তা এম এ আউয়াল, উপজেলা প্রকৌশলী এস আর এম জি কিবরিয়া।

পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রকিব জুয়েল ও সাধারণ সম্পাদক রুবেল আহমদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. এখলাছুর রহমান, প্রচার সম্পাদক মো. নাসির উদ্দিন, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক মো. আলাল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কবি তুহিন মনসুর, পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আজমল বেগ, পূর্বপৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ইয়াহিয়া সুজন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অ.দা.) নির্মল চন্দ্র বণিক, উপজেলা যুবলীগ নেতা আসাদুর রহমান, লিটন আহমদ, শাহআলম, রাসেল আহমদ, শুকুর আলী, নানু মিয়া, পূর্বপৈলনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ কাশেম, সাধারণ সম্পাদক খোকন মিয়া।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!