রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

২০০৩ ব্যাচের অর্থায়নে খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ে অর্ধশত শিক্ষার্থী ভর্তি



ওসমানীনগর উপজেলার খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের ২০০৩ সালের এসএসসি ব্যাচ’র মহতী উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থী পড়ালেখার সুযোগ লাভ করেছে। করোনাভাইরাসজনিত দুর্যোগে অস্বচ্ছল, সুবিধাবঞ্চিত অভিভাবকদের ছাত্রছাত্রীদের ভর্তি ফি প্রদানের মাধ্যমে তাদের এ সুযোগ করে দেয়া হয়। ২০০৩ ব্যাচের দেশে-বিদেশে থাকা সহপাঠীদের সংগৃহিত টাকায় চলতি বছর বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিতে ৫৫জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। এর আগে গত বছর ৫০জন শিক্ষার্থীর ভর্তি প্রদান করা হয়েছিল।

এদিকে শনিবার (২২ জানুয়ারি) বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ২০০৩ সালের এসএসসি ব্যাচের পক্ষ থেকে ভর্তিকৃত শিক্ষার্থীদের যাবতীয় ফি হস্তান্তর করা হয়েছে। গোলাম রব্বানী সাজু ব্যাচের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম ফখরুল ইসলামের হাতে চেক হস্তান্তর করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি এমএ শহিদ বাবুল, দাতা সদস্য হাজী সাইস্তা মিয়া, সিনিয়র শিক্ষক সুকুমার সরকার, হারুন অর রশিদ, ফয়ছল আহমদ, রেজাউল করিম, তরিকুল ইসলাম, ছুরাব আলী, শিক্ষানুরাগী আব্দুল বারিক, আলাউদ্দিন আলাল, ডা. আব্দুল জলিল, শামসুর রহমান, বালাগঞ্জ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, অভিভাবকবৃন্দ ২০০৩ ব্যাচ’র এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।

উল্লেখ্য : ২০০৩ সালের এসএসসি ব্যাচের আশরাফ হোসেন মাসুদ, আবু রায়হান, আব্বাস আলী, বশির আহমদ, আব্দুল মুকিত, আলবাব মোস্তফা খান, হুসাইন আহমদ, নূর উদ্দিন, শামীম আহমদ, জাহেদুল ইসলাম, সুরুজ আলী, রিয়াজ আলী, আব্দুন নূর, আব্দুল মুকিত, এনামুল হক, জুবায়ের আহমদ, কামরান হোসেন চৌধুরী, সন্তোষ চন্দ্র মালাকার, জয়নাল খান এবং গোলাম রব্বানী সাজুর অর্থায়নে ভর্তিকৃত শিক্ষার্থীদের যাবতীয় ফি হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!