সিলেটের ওসমানীনগরের তাজপুর ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী অরুনোদয় পাল ঝলক বলেছেন, সাধারণ জনগণের আশা আকাঙক্ষার প্রতিফলন ঘটাতে আগামি ৩১ জানুয়ারীর ইউপি নির্বাচনে আনারস প্রতীকে একটি ভোট ভিক্ষা দিন। আমি দীর্ঘ ২০ বছর ধরে এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করছি । বিগত ইউপি ও উপজেলা মিলে দু’টি নির্বাচনে পরাজিত হয়েও আমি এলাকা ছাড়িনি। করোনাকালিন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে আমি আমার সাধ্যমত কিছু নিয়ে মানুষের দ্বারে দ্বারে বার বার গিয়েছি। আমার জনসেবার মূল্যায়ন করতে আগামি ৩১ জানুয়ারী দলমত নির্বিশেষে আমাকে একটি ভোট দিয়ে নির্বাচিত করুন।
তিনি গত ২১ জানুয়ারী রাত ৮টায় তাজপুর ইউনিয়নের দশহাল গ্রামে হারিছ মিয়ার বাড়িতে ও ২০ জানুয়ারি রাত ৯টায় গুপ্তপাড়া গ্রামে সুজিত দেব এর বাড়িতে পৃথক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
দশহাল গ্রামের প্রবীণ মুরব্বী হাজি হারিছ মিয়ার সভাপতিত্বে ও আব্দুল আলিম এর উপস্থাপনায় অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য রাখেন, ইউপি সদস্য ও ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুজ জহুর শুকুর, সাবেক ইউপি সদস্য আজির উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসি তুতিউর রহমান চৌধুরী, দিদার আহমদ সাথী, জাপা নেতা আশরাফ মিয়া সিরাজ, লুৎফুর রহমান ফয়ছল, আ’লীগ নেতা জয়নাল আবেদিন, গিয়াস উদ্দিন, জাপা নেতা মখলিছ মিয়া, মাও.সেলিম আহমদ, মনোফর আলী। গুপ্তপাড়া গ্রামে সুজিত দেবের বাড়িতে হাজি রেজন মিয়ার সভাপতিত্বে ও দিলশাদ আহমদ এর উপস্থাপনায় অনুষ্টিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আ’লীগের জন সংযোগ সম্পাদক রবিন পাল, জাপা নেতা আশরাফ মিয়া সিরাজ, আ’লীগ নেতা জয়নাল আবেদিন, শ্রমিক নেতা বাবুল মিয়া, সুজিত দেব, জমির আলী প্রমুখ।