বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের দেওয়ান গহরপুর আব্দুল মতিন একাডেমীর কৃতি শিক্ষার্থীদের মধ্যে ‘শাহনূর চৌধুরী মেধাবৃত্তির সনদ ও বৃত্তি’ প্রদান সম্পন্ন হয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে একডেমী মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ১০জন শিক্ষার্থীকে বৃত্তির নগদ অর্থ ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মতিন। সভাপতিত্ব করেন একাডেমী পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোস্তফা।
শিক্ষার্থী উম্মুল খায়ের মাহি এবং তানজিলা জান্নাতের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন- নর্থইস্ট বালাগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ শাহ আলম, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক এসএম হেলাল, সাবেক প্রধান শিক্ষক জুবের আহমদ, পরিচালনা কমিটির সাবেক সদস্য ডা. নাছির উদ্দিন, নর্থইস্ট বালাগঞ্জ কলেজের প্রভাষক সায়েম আহমদ, তরুণ শিক্ষানুরাগী রায়হান চৌধুরী হৃদয়, একাডেমীর সহকারী শিক্ষক মো. শাহীন।
অনুষ্ঠানে ২০২২ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হচ্ছে – ১০ম শ্রেণির শিক্ষার্থী মাসুমা বেগম, ৯ম শ্রেণির মাহিয়া জাহান মাহিয়া, ৮ম শ্রেণির নাদিয়া বেগম, রেজনা বেগম, ৭ম শ্রেণির তানজিনা জাহান তামান্না, মিষ্টু রাণী পাল, তাহমিনা আক্তা তাইবা, ফাহমিদা বেগম এবং ৬ষ্ট শ্রেণির সাদিয়া আক্তার নিপা ও জুমায়রা জান্নাত আন্নি।
অনুষ্ঠানের বৃত্তি প্রবর্তক ও সাবেক মন্ত্রী বঙ্গবীর এমএজি ওসমানীর এপিএস, স্কটল্যান্ড আওয়ামী লীগের সহসভাপতি – শাহনূর চৌধুরীর অর্থায়নে আব্দুল মতিন একাডেমীতে একটি গেইট নির্মাণের ঘোষণা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন একাডেমীর শিক্ষার্থী- রোকসানা বেগম এবং সবশেষে মোনাজাত পরিচালনা করেন শিক্ষক মো. শাহিন।