শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে অন্তঃসত্ত্বার মামলায় ২জন গ্রেফতার



বালাগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলায় ২জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার রতনপুর গ্রামের রায়হান আহমদ (২৫) ও লয়লু মিয়া (৩৫)। বালাগঞ্জ থানা পুলিশ রায়হান আহমদকে আজ শনিবার (২৪ অক্টোবর) সকালে গ্রেফতার করেছে। এর আগে গত শুক্রবার (২৩ অক্টোবর) লয়লু মিয়াকে গ্রেফতার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযুক্ত প্রধান আসামী রায়হান আহমদ বিয়ের প্রলোভন দিয়ে একই গ্রামের ২২বছর বয়সী এক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এরপর মেয়েটি ৭মাসের গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে গত শুক্রবার (২৩ অক্টোবর) বালাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর -১০। তারিখ ২৩ অক্টোবর ২০২০।

বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গ্রেফতারকৃত রায়হান আহমদ এবং লয়লু মিয়াকে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ভিকটিমকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!