বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার, স্থানীয় সুলতানপুর (পশ্চিমপাড়া) নিবাসী আব্দুস শহীদ (৫৬) এর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ১০ঘটিকায় সুলতানপুর দেওয়ানবাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজের জানাজা শেষে পঞ্চায়েতি কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মরহুমের নামাজে জানাজায় জনপ্রতিনিধি, রাজনৈতিক, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন শরিক হন।
এর আগে ঐদিন বেলা ১টা ১০মিনিটের সময় সাবেক এ মেম্বার তাঁহার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে ও ৩মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে সাবেক মেম্বার আব্দুল শহীদের মৃত্যুতে বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, দেশ-বিদেশে অবস্থারত এলাকার পরিচিতজন, আত্মীয় স্বজন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ সোশ্যাল মিডিয়াসহ নানাভাবে তাঁরা শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।