শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিচারের রায় ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাতেও থাকা প্রয়োজন : প্রধানমন্ত্রী



বিচারের রায় বাংলা ভাষায় লেখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাতেও থাকা প্রয়োজন। শনিবার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিচারবিভাগীয় কর্মকর্তাদের সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে একথা বলেছেন প্রধানমন্ত্রী।

সাম্প্রতিক বেশকিছু ঘটনার দ্রুততম রায় দেয়ায় বিচার বিভাগের ওপর মানুষের আস্থা বহুগুণ বেড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, রাষ্ট্রের তিনটি বিভাগের মধ্যে সমন্বয় প্রয়োজন। একের কাজে অন্যের হস্তক্ষেপ শান্তি ও ন্যায়বিচার বাধাগ্রস্ত করে।

আসামি আনা-নেয়ায় ঝুঁকি কমাতে সরকার ভার্চুয়াল কোর্ট স্থাপনের চিন্তাভাবনা করছে বলেও জানান প্রধানমন্ত্রী।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এছাড়াও অতিথি হিসেবে একাধিক মন্ত্রী ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা উপস্থিত রয়েছেন।

অন্য সময়ে বিচারবিভাগীয় কর্মকর্তাদের সম্মেলনে রাষ্ট্রপতি থাকলেও এবারই প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে রয়েছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!