বুধবার, ২ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

ঢাকার দুই নবনির্বাচিত মেয়র শপথ নিবেন আজ



ঢাকার দুই সিটি করপোরেশনে নবনির্বাচিত দুই মেয়র আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস শপথ নেবেন আজ বৃহস্পতিবার। সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ অনুষ্ঠান শুরু হবে। একইসঙ্গে দুই সিটির ১২৯ টি সাধারণ ওয়ার্ড ও ৪৩ টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলররাও শপথ নেবেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কাল সকাল সাড়ে ১০ টায় আগারগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণের ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে প্রথমে শপথ পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর কাউন্সিলরদের শপথ পাঠ করাবেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে উত্তরে আতিকুল ইসলাম ও দক্ষিণে শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন। তারা দুই জনেই ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচিত হন। মেয়র হিসেবে শপথ নিলেও দুই মেয়র আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন মে মাসের মাঝামাঝিতে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!