এলাকার সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মধ্যে খাদ্য জোগাতে চতুর্মাত্রিক চাল বিতরণ অব্যাহত রেখেছেন- বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের শিওরখাল গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী রেজওয়ান আলী কয়েছ। নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৪ জানুয়ারি ) দুপুরে সমাজসেবী রেজওয়ান আলী কয়েছ এর উদ্যোগে তাঁর নিজবাড়ীতে এলাকার ৫০টি অসহায় পরিবারের মধ্যে ২০কেজি করে এ চাল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামের প্রবীণ মুরব্বী হাজী আব্দুল ওয়াহিদ।
তরুণ সমাজকর্মী জুবায়ের আহমদ খান রাজুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – গ্রামের মুরব্বী আব্দুর রুপ, ইরন খান, নজির মিয়া, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এসএম হেলাল, যুবনেতা মো. সমছু মিয়া, আব্দুস শহিদ, এনাম আহমদ, কয়েস আহমদ প্রমুখ। চাল বিতরণ অনুষ্ঠানে বক্তারা নিরলসভাবে নিজ গ্রামের রাস্তা-ঘাট, মসজিদ, গরিব-দুঃখী মানুষের ঘর নির্মাণসহ মানবিক কর্মকান্ডের জন্য সমাজসেবী
রেজওয়ান আলী কয়েছের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন হাজী আব্দুল ওয়াহিদ।
এদিকে আলাপকালে সমাজসেবী রেজওয়ান আলী কয়েছ বলেন, একজন মানুষ অন্য মানুষের আপদে-বিপদে সহায়তা করবে, সহমর্মিতার পরিচয় দেবে এটাই স্বাভাবিক । মহান আল্লাহ্পাক আমাকে যা দিয়েছেন তা দিয়ে মানবসেবা করে তাঁর সন্তুষ্টি অর্জন করাই আমার মূল উদ্দেশ্য। তাই গরীর-অসহায় মানুষের কল্যাণে আজীবন আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্।