মতবিনিময় সভায় আয়োজক কমিটির সদস্য মোসতাক বাবুলের পরিচালনায় এবারের টুর্নামেন্টের বিভিন্ন দিক নিয়ে স্বাগত বক্তব্য রাখেন আয়োজকদের মধ্যে অন্যতম ক্যানারী ওয়্যার্ফ গ্রুপের এসোসিয়েট ডিরেক্টর জাকির খান। তিনি সাংবাদিকদের জানান জুন মাসের ২৯ তারিখ শনিবার এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। দল নিবন্ধনের শেষ তারিখ মে মাসের পনের তারিখ ।
লন্ডনের বাংলা মিডিয়া একক বা দুই তিনটি হাউজ মিলে একটা দল গঠন করতে পারবে। টী/১০ ফরমেটে টেপ টেনিসে খেলা অনুষ্ঠিত হবে। এবারের টুর্নামেন্ট আয়োজনে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহযোগিতায় এবং লন্ডন ক্রিকেট লীগের সার্বিক ব্যবস্থাপনায় সুন্দর একটি টুর্নামেন্ট উপহার দেবার অঙ্গিকার করেন আয়োজকগণ।
মত বিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি এমদা চৌধুরী, সাধারন সম্পাদক মোহাম্মদ যুবায়ের, স্পন্সরদের মাঝ থেকে মুনির আহমেদ, নাজিম উদ্দিন, সাফিউল আলম রোকন, আবু সুফিয়ান,নাহিদ নেওয়াজ রানা এবং মুহিব চৌধুরী। উল্লেখ্য প্রথম মিডিয়া কাপ ক্রিকেটের শিরোপা লাভ করেছিল এটিএন বাংলা ইউকে এবং রানার আপ বেতার বাংলা লন্ডন।