শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

অসহায়দের খাদ্য সামগ্রী বিতরণ করবে বিশ্বনাথ এইড ইউকে : চ্যারিটি ইফতার মাহফিল ৮ মে



প্রতি বছরের ন্যায় এবারো বিশ্বনাথ উপজেলার গরীব অসহায় হত দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করবে বিশ্বনাথ এইড ইউকে। গত ১০ এপ্রিল পূর্ব লন্ডনের নিউ রোড়স্থ অফিসে সংগঠনের এক কার্যকরি কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া আগামী ৮ মে বুধবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে চ্যারিটি ইফতার মাহফিলের আয়োজন করা হচ্ছে। এতে বিশ্বনাথ এইড ইউকের সকল লাইফ মেম্বারসহ কমিউনিটির সর্বস্থরের মানুষকে অংশ নেয়ার আহবান জানানো হয়েছে।

সভায় জানানো হয় এ পর্যন্ত প্রায় ১লাখ টাকা মূল্যের চাল বিতরনের প্রতিশ্রুতি পাওয়া গেছে। তবে সকলের সহযোগিতা পেলে তার পরিমান আরো বাড়তে পারে বলে জানিয়েছেন কমিটির কর্মকর্তারা। যে কেউ এক বস্তা চাউল বাবত ১৫ পাউন্ড করে দিয়ে সহযোগিতা করার আহবান জানানো হয়।

সংগঠনের সভাপতি আব্দুর রহিম রঞ্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন কয়েছ এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ট্রেজারার বখতিয়ার খান, ট্রাস্টি খালেদ খান, আব্দুল বাছিত রফি, আব্দুল হামিদ টিপু, আবুল কালাম, শাহ সোপন, ফারুক মিয়া।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!