বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তিন দিনব্যাপী বই মেলার উদ্বোধন



মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী বই মেলা। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর থেকে উপজেলা পরিষদ চত্বরে এ মেলা শুরু হয়।

সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য ও সাবেক আইজিপি নূর মোহাম্মদ। এসময় উপস্থিত ছিলেন – উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নাহিদ হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. শামছুন্নাহার আপেল, কবি ও ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু প্রমুখ।

এবারের বই মেলায় ১৭টি স্টল স্থান পেয়েছে। প্রতিদিন বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত মেলা মঞ্চে গান, কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা ও নাটক পরিবেশন করবে বিভিন্ন সংগঠন। মেলা শেষ হবে ২২ফেব্রুয়ারি। পাকুন্দিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা পাবলিক লাইব্রেরি যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!