বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী আবুল মিয়াকে সংবর্ধনা প্রদান



বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী, গহরপুর মাদ্রাসা বাজারস্থ হাজী আব্দুর রশিদ মাকের্টের স্বত্তাধিকারী আবুল মিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। যুক্তরাজ্য প্রত্যাবর্তন উপলক্ষে গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টায় হাজী আব্দুর রশিদ মার্কেটে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কেটের ব্যবসায়ীদের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন – বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ও হাজী আব্দুর রশিদ মার্কেটের ব্যবসায়ী ফাহাদুল ইসলাম উজ্জল, ডা. রাসেল আহমদ, নিশী মল্লিক, নজরুল ইসলাম, রায়হান আহমদ রাজন, উম্মর আলী, তোফায়েল আহমদ ও পংকজ মল্লিক।

উপস্থিত ছিলেন – দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি রাসেল আহমদ, বদরুল ইসলাম, শামীম আহমদ, জামাল আহমদ, সুয়েব খান, আব্দুস সামাদ আজাদ, রাজু ইসলাম, ফখরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাসুম আহমদ। অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী আবুল মিয়াকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!