শনিবার, ১২ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

সাংবাদিক জিল্লুর রহমান জিলুর আহ্বানে সাড়া দিয়ে কন্যাদায়গ্রস্ত পিতাকে প্রবাসীদের অর্থ সহায়তা প্রদান



সিলেটের ডাকের বালাগঞ্জ প্রতিনিধি ও গহরপুর রাইটার্স ক্লাবের সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলুর আহ্বানে সাড়া দিয়ে বালাগঞ্জে এক কন্যাদায়গ্রস্ত পিতাকে অর্থ সহায়তা প্রদানে প্রবাসীরা এগিয়ে এসেছেন।

সাংবাদিক জিল্লুর রহমান জিলু (ডান থেকে দ্বিতীয়) আনুষ্ঠানিকভাবে অর্থ হস্তান্তর করছেন

গত ১৯ জুন সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু তাঁর ফেইসবুক পেজে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল গ্রামের কন্যাদায়গ্রস্ত দরিদ্র পিতা উম্মর আলীর মেয়ের বিয়ের জন্য সাহায্যের আবেদন জানালে সেই আবেদনে সাড়া দিয়ে – সিলেটের মুমিনখলার বাসিন্দা, সৌদি আরব প্রবাসী সমাজকর্মি শাহাব উদ্দিন আহমদ ২(দুই) হাজার টাকা, সৌদি আরবের রিয়াদস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি, দেওয়ান বাজারের খাঁপুর গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ মাসুক ২০(বিশ) হাজার, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক, অনলাইন পত্রিকা বালাগঞ্জ প্রতিদিনের প্রধান সম্পাদক, দেওয়ান বাজারের বশিরপুর গ্রামের বাসিন্দা মুহাম্মাদ শরীফুজ্জামান ১০(দশ) হাজার এবং যুক্তরাজ্যের মালডন সিটির সাবেক ডেপুটি মেয়র, দেওয়ান বাজারের সিরাজপুর গ্রামের বাসিন্দা জুয়েল আহমদ ১০(দশ) হাজার টাকা সহায়তা প্রদান করেন।

উত্তোলিত এই সর্বমোট ৪২হাজার টাকা গত ৩০জুন শনিবার প্রবাসীদের পক্ষে সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু কন্যাদায়গ্রস্ত ঐ দরিদ্র পিতাকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন শিওরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল করিম তালুকদার, শিওরখাল উত্তরপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির মোতাওয়াল্লি বাহরাম খাঁন, প্রবীণ মুরুব্বি হারুন মিয়া, দেওয়ান বাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক সদস্য নেছাওর আলী, গহরপুর রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সবুজ সিলেটের বালাগঞ্জ প্রতিনিধি এসএম হেলাল, তরুণ সমাজকর্মি কয়েছ আহমদ প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!