বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক, স্থানীয় আলাপুর নিবাসী প্রয়াত মো. আব্দুল জলিল (লোদা মাস্টার) এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শিরনি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আজমান আলী, ইকরাম আহমদ ইলিয়াস, আমির আলী, সালেহ আহমদ এবং সুহেল আহমদের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৩০জুন শুক্রবার আলাপুর নতুন জামে মসজিদে অনুষ্ঠিত এ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদ্রাসার মুহাদ্দিছ মাওলানা আবদুর রহমান (কলুমার হুজুর)। মাহফিলে আলাপুর নতুন জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মনাফ, সাধারণ সম্পাদক ফারুক মিয়া, গ্রামের প্রবীণ মুরুব্বি আফতাব আলী, আব্দুল খালিক, সুলেমান আহমদ, রুহেল আহমদ, গহরপুর রাইটার্স ক্লাবের সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, সাধারণ সম্পাদক এসএম হেলাল প্রমুখ শরিক হন।
উল্লেখ্য, প্রয়াত আব্দুল জলিল (লোদা মাস্টার) গত ১৯মে ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি কর্মজীবনে দেওয়ান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর গ্রহণের আগে স্থানীয় নশিওরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেন।