বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

উজ্জীবন যুব সংঘ কর্তৃক আগামী ২০২০ সালের ১লা জানুয়ারি থেকে ৩রা জানুয়ারি

বালাগঞ্জ মদন মোহন জীউ আশ্রমে ভাগবতীয় আলোচনা ও অষ্টকালীন লীলা সংকীর্ত্তন মহোৎসব



বালাগঞ্জ মদন মোহন জীউ আশ্রমে উজ্জীবন যুব সংঘ কর্তৃক আগামী ২০২০ সালের ১লা জানুয়ারি থেকে ৩রা জানুয়ারি (১৫ পৌষ-১৭ পৌষ) ভাগবতীয় আলোচনা ও অষ্টকালীন লীলা সংকীর্ত্তন মহোৎসব আয়োজিত হতে যাচ্ছে। ১লা জানুয়ারী বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটার মঙ্গলঘট স্থাপন, ৬ ঘটি কার সময় শ্রীমদ্ভগবত ও গীতা আলোচনা করবেন রাজনগর এর অর্পন দাস। রাত সাড়ে আট ঘটিকায় দরিদ্র অসহায় মানুষদের মধ্য শীত বস্ত্র বিতরন। রাত ৯ ঘটি কার সময় লীলা কীর্ত্তনের শুভ অধিবাস পরিচালনা করবেন বালাগঞ্জ এর রতিশ চন্দ্র দাস। যঞ্জ পরিচালনা করবেন শ্রীল ভাবকিশোর দাস বৈঞ্চব ও শ্রী দ্বীজ হরিদাস বৈঞ্চব।
২রা জানুয়ারি ২০২০(১৬ পৌষ) ব্রাহ্মমুহুর্ত থেকে লীলা কীর্ত্তন পরিবেশন করবেন:
শ্রীযুক্ত রতিশ চন্দ্র দাস। (বালাগঞ্জ, সিলেট),শ্রীযুক্তা সুভদ্রা দাস মণ্ডল। (কলিকাতা, ভারত),শ্রীযুক্ত অন্তর মোহন্ত। (রাধাকুন্ড, ভারত), শ্রীযুক্ত চৈতন্য দাস উত্তম। (মনিরামপুর, যশোর) দুপুর ঘটিকায় মহাপ্রসাদ বিতরন। ৩রা জানুয়ারি শুক্রবার সকাল ৮ঘটিকায় দধিভান্ড ভঞ্জন, কীর্ত্তন সমাপন ও মোহন্ত বিদায় ও মহাপ্রসাদ বিতরন।

মহোৎসবে সকল গৌর ভক্তবৃন্দের চরণধুলি কামনা করেছেন উজ্জীবন যুব সংঘের সভাপতি লাল মোহন দাস নান্টু ও সাধারন সম্পাদক নয়ন তালুকদার।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!