মতবিনিময়কালে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন ইসকা, সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, সদস্য দেলওয়ার হোসেন পাপ্পু, জুয়েল খান, হাসান চৌধুরী, বদরুল আমিন, শহীদ আহমদ জুলহান চৌধুরী, আর কে দাস চয়ন ও মোস্তাফিজুর রহমান কিনেলসহ প্রিন্ট ও অনলাইন মিডির সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ইউএনও আয়েশা হক দায়িত্ব পালনে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় ফেঞ্চুগঞ্জের সাংবাদিকরা ফেঞ্চুগঞ্জের উন্নয়ন কর্মকান্ড, মুক্তিযুদ্ধ, শিক্ষা-সাংস্কৃতিক ক্ষেত্রে তাঁকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।