মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জে নবাগত ইউএনও আয়েশা হকের সাংবাদিকদের সাথে মতবিনিময়



সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নবাগত ইউএনও আয়েশা হক উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন ইসকা, সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, সদস্য দেলওয়ার হোসেন পাপ্পু, জুয়েল খান, হাসান চৌধুরী, বদরুল আমিন, শহীদ আহমদ জুলহান চৌধুরী, আর কে দাস চয়ন ও মোস্তাফিজুর রহমান কিনেলসহ প্রিন্ট ও অনলাইন মিডির সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইউএনও আয়েশা হক দায়িত্ব পালনে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় ফেঞ্চুগঞ্জের সাংবাদিকরা ফেঞ্চুগঞ্জের উন্নয়ন কর্মকান্ড, মুক্তিযুদ্ধ, শিক্ষা-সাংস্কৃতিক ক্ষেত্রে তাঁকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!