শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জ খেলাফত মজলিস নেতা আসাদুজ্জামানের পিতার জানাজা সম্পন্ন



খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার সহ-বায়তুলমাল সম্পাদক মাও. আসাদুজ্জামানের পিতা বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের নলজুড় গ্রামের হাফিজ মাওলানা নুরউদ্দিন এর জানাজার নামাজ আজ রবিবার (৭ জুলাই) বেলা ২.৩০ ঘটিকায় নলজুড় টিএ সেন্টার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

জানাজায় খেলাফত মজলিস সিলেট জেলা সহ-সাধারণ সম্পাদক মাও. দিলওয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাও. আশিকুর রহমান সহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে মরহুমের মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনা করে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন – খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাও. মোসাহিদ আলী, সাধারণ সম্পাদক মাও. নেহাল আহমদ সহ-সাধারণ মাও. দিলওয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাও. আশিকুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক ও বালাগঞ্জ উপজেলার সাবেক ভাইসা চেয়ারম্যান মাও. সৈয়দ আলী আসগর, বালাগঞ্জ উপজেলা সভাপতি হুসাইন আহমদ মিসবাহ, সেক্রেটারী সাংবাদিক আবুল কাশেম অফিক।

উল্লেখ্য, খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার সহ-বায়তুলমাল সম্পাদক মাও. আসাদুজ্জামানের পিতা হাফিজ মাওলানা নুরউদ্দিন গত শনিবার দিবাগত রাত ৪ ঘটিকার সময় ইন্তেকাল করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!