চট্রগ্রাম থেকে ছেড়ে আসা জালালাবাদ ট্রেনের একটি বগি আজ সিলেটের ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও রেলওয়ে স্টেশনের সামনে লাইনচ্যুত হয়েছে।
জানা যায়, আজ মঙ্গলবার চট্রগ্রাম থেকে ছেড়ে আসা জালালাবাদ ট্রেন সিলেটের ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও রেলওয়ে স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পথে স্টেশনের সামনে ট্রেনের এই বগি লাইনচ্যুত হয়। বেলা ১২:৩৩ মিনিটের সময় এ দূর্ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
মাইজগাঁও রেলওয়ে স্টেশনের মাষ্টার সাখাওয়াত জানান, মাইজগাঁও থেকে ছেড়ে কাউন্টার পার হওয়ার পরই ট্রেনের লাগেজ ভ্যানের একটি বগির চারটি চাকা লাইন থেকে পড়ে যায়। এতে কেউ হতাহত হয়নি। নির্দিষ্ট কোন কারনে এমন দূর্ঘটনা ঘটেছে তা এখন ও নির্ণয় করা যায় নি। এটা ট্রেনের সমস্যার কারনে হতে পারে, আবার লাইনের সমস্যায় ও হতে পারে। তবে এখনো নির্দিষ্ট কোন কিছু বলা যাচ্ছে না বলে তিনি জানান।