মৌলভীবাজারের কমলগঞ্জে দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২০ মার্চ) দুপুরে শমশেরনগরস্থ সাংবাদিক সমিতির অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কেক কাটার মধ্য দিয়ে দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। দৈনিক ভোরের ডাক পত্রিকার কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি মো: জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান, শমশেরনগর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ অরূপ কুমার চৌধুরী, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু, কবি শহীদ সাগ্নিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক কমলগঞ্জ প্রতিনিধি নুরুল মোহাইমীন মিল্টন, দি বাংলাদেশ টুডে কমলগঞ্জ প্রতিনিধি পিন্টু দেবনাথ, বাংলাদেশ বেতার প্রতিনিধি আর কে সোমেন প্রমুখ।
উপস্থিত ছিলেন সাংবাদিক এম.এ. ওয়াহিদ রুলু, ফটিকুল ইসলাম রাজু, আলমগীর হোসেন, মো: মোনায়েম খান, সজীব দেবরায়, হৃদয় ইসলাম, সমাজসেবক আনোয়ার খান, সিদ্দিকুর রহমান, হাজী সুলেমান আহমদ প্রমুখ।
বক্তারা দৈনিক ভোরের ডাক পত্রিকার দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আরও এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করেন।