বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

প্রবাসী সমাজকর্মী রেজুয়ান আলী কয়েছের উদ্যোগে ২শতাধিক পরিবারকে চাল ও অর্থ প্রদান



বালাগঞ্জে পবিত্র রমজান মাস উপলক্ষে ২শ ৪০টি গরিব, অসহায় পরিবারের মধ্যে ৩হাজার কেজি চাল ও নগদ ৭৫হাজার টাকা বিতরণ করা হয়েছে। উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল গ্রামের রেজুয়ান আলী কয়েছ ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী রেজুওয়ান আলী কয়েছের ব্যক্তিগত পক্ষ থেকে এসব চাল বিতরণ করা হয়েছে।

পাশাপাশি যুক্তরাজ্যে বসবাসরত রেজুওয়ান আলী কয়েছের পরিবারের সদস্য ও বন্ধুবান্ধব প্রবাসী মো. সাজ্জাদ আলী, আনোয়ার আলী, তফুর আলী, ইকবাল হোসেন শামা, মোহাম্মদ আলি, আমিনুর রশিদ রিপন, মো. নজরুল ইসলাম, আব্দুল রব, আহমেদুল হক, সারোয়ার আহমদ, তুরণ মিয়া, অলি মিয়া, শামীম আহমেদ, সুহেল আলী, সেফুল আহমেদ রকি, সেলিম হোসাইন, তাহমিদ আলী, তাসনিম মারিয়া, আনোয়ারা বেগম, নাসিমা আলী এবং আব্দুল আহাদ ( আর হিপকিস)’র পক্ষ থেকে এসব পরিবারের মধ্যে নগদ ৭৫হাজার টাকা বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৬মে) দুপুরে উপজেলার শিওরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন – দেওয়ান বাজারের প্রবীণ মুরুব্বি হাজী মনোহর খান, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, সমাজকর্মী মো. আছলম খান, হাজী ওয়ারিছ আলী, হাজী নছিব উল্লাহ, রুস্তুম আলী, সুনাওর খান, তজমুল আলী, সমছু মিয়া, লেবু মিয়া, সুহেল মিয়া, ছমির আলী প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!