সিলেট-৩ আসনের এমপি আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস বলেছেন, শরীরকে সুস্থ রাখতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। তৃণমূল থেকে খুদে খেলোয়াড় সৃষ্টির লক্ষে এ প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে শিক্ষার প্রাথমিকস্থর থেকে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন বাস্তবায়নে ও ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে নতুন প্রজম্মকে এগিয়ে আসতে হবে। বালাগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর বালাগঞ্জ উপজেলার ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। শনিবার (২ নভেম্বর) বিকাল চারটায় বালাগঞ্জ তয়রুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা ও পুরস্কার বিতণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বালাগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) সুমন চন্দ্র দাসের সভাপতিত্বে ও শিক্ষক সঞ্জয় কুমার দাসের পরিচালনায় আলোচনায় অংশনেন – উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোস্তাকুর রহমান মফুর, বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, বালাগঞ্জ থানার অফিসার ইন চাজ গাজী আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আক্রম খান, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের, যুগ্ম সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন, পূর্বপৈলনপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, পূর্বগৌরিপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, বালাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাকিব ভুইয়া, সিনিয়র মৎস্য কর্মকর্তা ( অঃদাঃ) নির্মল চন্দ্র বনিক, সহকারী শিক্ষা অফিসার সুব্রত দাস,তয়রুনেছা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ মাখন মিয়া, প্রধান শিক্ষক আবুল কাশেম আকন্দ,ওসমানীনগর আওয়ামীলীগের সাবেক সহ সাধারন সম্পাদক রোটারিয়ান কাজী হেলাল, কাজী নজরুল ইসলাম,বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা নীলু ভুষন দে, সহ সভাপতি আজিজুর রহমান লকুছ, প্রচারসম্পাদক নাসির উদ্দিন,বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, দক্ষিন সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, এমপির ব্যক্তিগত সহকারী জুলহাস আহমদ সাংবাদিক শাহাবউদ্দিন ,ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিজন কুমার দেবনাথ, সাধারন সম্পাদক আব্দুল আউয়াল কয়েছ,শিক্ষক সন্তোষ চক্রবর্ত্তী,সুজিত কুমার দেব, লাল মোহন নান্টু, আজাদ মিয়া, আবুল কালাম আজাদ, আব্দুস সাত্তার, সীমা রানী দাস, শেলী রানী পাল, প্রমথেশ দত্ত, বালাগঞ্জ উপজেলা যুবলীগের নেতা আইনুর আহমদ রুমন,নাজিম উদ্দিন মিলন, লিটন মিয়া, ইব্রাহিম আলী সুজন, মনির হোসেন মনি, জামাল আহমদ,বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রকিব জুয়েল, উপজেলা ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি বেলাল আহমদ, বালাগঞ্জ সরকারী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সেক্রেটারি কামরুল ইসলাম, ছাত্রলীগ নেতা বেলাল আহমদ, হুমায়ূন আহমদ খালিছাদার, অর্জুন দাস, শুকুর আলী সহ প্রশাসনিক কর্মকর্তা ও আওয়ীলীগের অংগ সংগঠনের নেতৃবৃন্দ। প্রথমে অতিথিকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
খেলায় বঙ্গবন্ধু গোল্ড কাপে থানাগাও সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যম্পিয়ান হয় ফকিরা বাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে। বঙ্গমাতা গোল্ড কাপে চকদৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হয় কাগজ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে। খেলা পরিচালনা করেন আসাব আলী, রজব আলী ও সামসুদ্দিন সামু। অতিথিকেও ক্রেষ্ট প্রদান করা হয়। চ্যাম্পিয়ান ও রানার আপদের ট্রফি প্রদান করেন প্রধান অতিথি।