শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জাতির জনক স্বপ্ন দেখতেন সমবায়ের মাধ্যমে সোনার বাংলা গড়ার: এমপি সামাদ চৌধুরী



সিলেট-৩ আসনের এমপি আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখতেন সমবায়ের মাধ্যমে সোনার বাংলা গড়ার। বর্তমান সরকার সমবায়সহ প্রতিটি ক্ষেত্রে যুগোপযোগী উন্নয়ন করে যাচ্ছে। বিশেষ করে কৃষি ও শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন করে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া জননেত্রী প্রধানমন্ত্রী এদেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সরকারের উন্নয়ন কার্যক্রমে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

তিনি শনিবার (২ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ হলরুমে বালাগঞ্জ উপজেলা প্রশাসন ও সমবায় অফিস কর্তৃক আয়োজিত ৪৮তম সমবায় দিবস উপলক্ষ্যে আয়োজিত র‍্যালি, পতাকা উত্তোলন ও আলোচনা সভায় বিশিষ্ট সমবায়ী বালাগঞ্জ বিআরডিবি চেয়ারম্যান ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনহার মিয়ার সভাপতিত্বে ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নয়ন তালুকদারের পরিচালনায় আলোচনায় অংশনেন – উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোস্তাকুর রহমান মফুর, সহকারী কমিশনার ( ভূমি) সুমন চন্দ্র দাস, বালাগঞ্জ থানার অফিসার ইন চাজ গাজী আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান সামস্ উদ্দিন সামস্, মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আক্রম খান, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন, পূর্বপৈলনপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, পূর্বগৌরিপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, মৎস্য জীবি সমিতির সভাপতি মাহবুব আলম তুহিন, স্বাগত বক্তা বালাগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা উৎপল চক্রবর্ত্তী,  বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা নীলু ভুষন দে, সহসভাপতি আজিজুর রহমান লকুছ, প্রচারসম্পাদক নাসির উদ্দিন,বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, দক্ষিন সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, এমপির ব্যক্তিগত সহকারী জুলহাস আহমদ সাংবাদিক শাহাবউদ্দিন ,ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিজন কুমার দেবনাথ, সাধারন সম্পাদক আব্দুল আউয়াল কয়েছ, বালাগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম দুলাল,যুবলীগ নেতা আইনুর আহমদ রুমন, আজিজুল বাসির, আব্দুল গাইয়ুম, লিটন মিয়া, ইব্রাহিম আলী সুজন, মনির হোসেন মনি, জামাল আহমদ,বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রকিব জুয়েল, উপজেলা ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি বেলাল আহমদ, বালাগঞ্জ সরকারী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সেক্রেটারি কামরুল ইসলাম, ছাত্রলীগ নেতা বেলাল আহমদ, হুমায়ূন আহমদ খালিছাদার, অর্জুন দাস, শুকুর আলী সহ প্রশাসনিক কর্মকর্তা ও আওয়ীলীগের অংগ সংগঠনের নেতৃবৃন্দ। প্রথমে অতিথিকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শুরুতে কোরআন তেলাওয়াত করেন আব্দুল ছালাম গীতা পাঠ করেন পূর্বগৌরীপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস। বালাগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ট সমবায়ী মাহবুব আলম তুহিন, শ্রেষ্ট সংগঠক স্বনির্ভর বহুমুখী সমিতির শেখ আখতারুল ইসলাম আক্তার, শ্রেষ্ট সমিতি মিতালী বহুমুখী সমিতির পক্ষে আব্দুল কাইয়ুমকে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের ক্রেষ্ট প্রদান করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!