বাহরাইনে এক প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত্যুবরণকারী এই প্রবাসী বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের ঠেকামুদ্রা গ্রামের কটু মিয়ার ছেলে মজবুল মিয়া (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৩নভেম্বর) বাহরাইনের মহাররাক এলাকায় স্থানীয় সময় সকাল ৬টায় ঘুমন্ত অবস্থায় নিজ বাসাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পশ্চিম গৌরীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তার আলী। তিনি বলেন, লাশ দেশে আনার জন্য পরিবারের পক্ষ থেকে বাইরাইন দূতাবাসে তাঁর আত্নীয়স্বজন যোগাযোগ করেছেন।